বিজ্ঞাপন

‘সাকিবকে টি-২০ ফরম্যাট থেকে বাদ দেওয়া উচিত’

June 11, 2024 | 3:08 pm

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই ভুগছেন ফর্মহীনতায়। সমর্থকরা আশা করেছিলেন, টি-২০ বিশ্বকাপে স্বরূপে ফিরবেন সাকিব আল হাসান। তবে সেরকম কিছুই হয়নি। গত বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থ সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বাজে শট খেলে আউট হওয়ার পর সাকিবকে নিয়ে উঠেছে নানা প্রশ্নও। ক্রিকবাজের এক আলোচনা অনুষ্ঠানে সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগ বলছেন, সাকিবকে এখন টি-২০ দল থেকে বাদ দেওয়া উচিত।

বিজ্ঞাপন

এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচেই ব্যর্থ সাকিব। ব্যাট হাতে শ্রীলংকার বিপক্ষে করেছিলেন ৮ রান। বল হাতে ৩০ রান দিয়ে পাননি কোন উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং করেছেন মাত্র এক ওভার। ৬ রান দিয়ে গতকালও উইকেটশূন্য ছিলেন তিনি। ব্যাটিংয়ে নেমে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে নরকিয়ার বলে দৃষ্টিকটু এক পুল শট খেলতে গিয়ে ৩ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ম্যাচের ওই সময়ে এমন শট খেলা নিয়ে উঠেছে নানা প্রশ্নও।

শেবাগ বলছেন, সাকিবের আরও আগেই টি-২০ ফরম্যাটকে বিদায় বলা উচিত ছিল, ‘ আমার মনে হয় গত বিশ্বকাপের পরেই সাকিবের উচিত ছিল নিজে থেকে সরে দাঁড়ানো। আমি ভেবেছিলাম সে মাঝে একবার নিষিদ্ধ হয়েছিল, এরপর সে হয়তো আর ফিরবে না। সে এত সিনিয়র ও অভিজ্ঞ একজন ক্রিকেটার, তার তো নিজে থেকেই বুঝতে হবে কোথায় থামতে হবে! আমিও স্বেচ্ছায় এই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছি। আপনি যখন নিজে বুঝতে পারবেন যে দলে কোন ভূমিকা রাখতে পারছেন না তখন সরে দাঁড়ানোই উত্তম। সাকিবকে অভিজ্ঞতার কারণেই বিশ্বকাপে আনা হয়েছে। কিন্তু সেটা কোন কাজেই লাগছে না।’

নির্বাচকদের উচিত সাকিবকে টি-২০ ফরম্যাট থেকে বাদ দেওয়া, শেবাগ জানালেন এমনটাই, ‘হুক, পুলের মতো শট যদি আপনি ঠিকভাবে না খেলতে পারেন তাহলে খেলবেন না। অন্য শট খেলুন। নির্বাচকদের উচিত এরকম অবস্থায় কঠিন সিদ্ধান্ত নেওয়া। তাদের উচিত তরুণ ক্রিকেটার নিয়ে দল গড়া। সাকিবকে আনা হয়েছে অভিজ্ঞতার কারণে। সে দলের পরিবেশ ভালো রাখবে, রান করবে, উইকেট নেবে। ম্যাচের অবস্থা বুঝে খেলবে। কিন্তু এরকম কিছুই হচ্ছে না। তরুণদের নিয়ে হারলে তাও তারা ভবিষ্যতের জন্য কিছু শিখবে! আমার মনে হয় এই বিশ্বকাপের পর সাকিবকে আর টি-২০ ফরম্যাটে দলে নেওয়া হবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন