বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন

June 11, 2024 | 3:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুইভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়। এ সময় ওই মামলার আরও সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্তি দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী বিষয়টি নিশ্চিত করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের মান্নান চোকদারের ছেলে নূর হোসেন চোকদার (৪৮) ও আনোয়ার হোসেন (৩৮)।

মামলা সূত্রে জানাগেছে, ২০১৩ সালের ১২ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রতন পুর গ্রামের ছাদেকুল ইসলাম ও তার ভাতিজা শাকিল বাড়ি হতে বের হয়ে রাস্তায় আসেন। এ সময় কারাদণ্ডপ্রাপ্ত আসামিরাসহ আরও সাতজন মিলে ছাদেকুল ইসলামকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করেন। পাশাপাশি আসামি নূর হোসেনের হুকুমে আনোয়ার হোসেন বন্দুক দিয়ে ছাদেকুলকে হত্যা করার জন্য গুলি ছোড়েন। আসামি নূর হোসেন রামদা দিয়ে ছাদেকুলকে কুপিয়ে জখম করেন। অন্য আসামিরা ছাদেকুলকে পিটিয়ে জখম করেন। গুলির শব্দ পেয়ে ছাদেকুলের মেয়ে শারমিন ও তার চাচি হালিমা বেগম এগিয়ে এসে লোকজনের সহায়তায় ছাদেকুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ছাদেকুলের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ২০১৩ সালের ১২ নভেম্বর মুন্সীগঞ্জ থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হতে এ মামলার আসামিরা পলাতক রয়েছেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

সরকার পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু জানান, রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত ৭ আসামি আদালতে হাজির থাকলেও দণ্ডপ্রাপ্ত দুই আসামি হাজির ছিলেন না।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন