বিজ্ঞাপন

‘পচাত্তর পরবর্তী শাসকরা ভিক্ষার হাত পেতে চলতো’

December 20, 2017 | 1:52 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

‘পচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে তারা ভিক্ষার হাত পেতে দেশ চালাতো’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবি দিবস উপলক্ষে দরবার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পিলখানায় বিজিবি সদর দফতরে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের দরবার অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এই দেশ আমাদের। দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে।’

আমরা নিজের টাকায় সব করতে পারি, কারো কাছে হাত পাততে হয় না, বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের সম্পদ বিদেশে পাচারের জন্য নয়। দেশের মানুষের ব্যবহারের জন্য।

কেউ যাতে দেশের সম্পদ পাচার করতে না পারে সে জন্য সার্বক্ষণিক পাহারা দিতে বিজিবি সদস্যদের নির্দেশ দেন শেখ হাসিনা।

এর আগে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণের পর বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কর্মকর্তা ও সদস্যদের পদক দেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/তুসা/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন