বিজ্ঞাপন

পথটা ক্রমেই ছোট হয়ে আসছে, মিয়ামিই শেষ ক্লাব হবে: মেসি

June 13, 2024 | 11:41 am

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বে যা কিছু জেতা সম্ভব সবই জিতেছেন লিওনেল মেসি। বার্সেলোনা ছেড়ে পিএসজি হয়ে এখন ইন্টার মিয়ামিতে খেলছেন মেসি। ক্যারিয়ারের শেষ সময়ে চলে এসেছেন আর সেটা নিজেও বুঝতে পারছেন। ইউরোপের ফুটবলে আর ফিরবেন না মেসি, শেষটা ইন্টার মিয়ামির হয়েই টানবেন বলে জানিয়ে রাখলেন।

বিজ্ঞাপন

‘ওয়ান ক্লাব ম্যান’ অর্থাৎ এক ক্লাবের খেলোয়াড় হিসেবেই সবাই মেসিকে মনে করতো একটা সময়। তবে তা আর হলো কই? ক্যাম ন্যু ছেড়ে পিএসজি এরপর আর্জেন্টিনার মহাতারকা নোঙর ফেলেন ইন্টার মিয়ামিতে। অন্তত এখনকার ভাবনা, মেজার সকার লিগের এই দলের হয়ে ক্লাব ক্যারিয়ারের বুটজোড়া তুলে রাখতে চান তিনি।

এ মুহূর্তে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার মুকুট ধরে রাখার প্রস্তুতি নিয়ে ব্যস্ত মেসি। ২৮ বছরের খরা কাটিয়ে ২০২১ সালে আলবিসেলেস্তেদের লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পাওয়ায় দারুণ অবদান রেখেছিলেন তিনি। পরের বছর কাতার বিশ্বকাপ জয়েও সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। এবারের মহাদেশ সেরার লড়াইয়েও এই মহাতারকার কাছে প্রত্যাশার কমতি নেই দলটির।

বয়স হলেও এখনো ফুটবলটা উপভোগ করছেন মেসি। কিন্তু ঠিক কতদিন আর থাকবেন তা তিনি নিজেও স্পষ্ট করে বলতে পারছেন না। মেসি বলেন, ‘সারা জীবন আমি এটাই করেছি (ফুটবল খেলেছি), ফুটবল খেলতে ভালোবাসি, অনুশীলন উপভোগ করি, জীবনের প্রতিটি দিন, ম্যাচগুলো। এটা থেমে যাবে ভেবে সবসময়ই একটু ভয় লাগে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অবসর নিয়ে চিন্তা করি না আমি। নিজেকে উপভোগের চেষ্টা করি এবং একারণে আমি সবকিছু আরও বেশি করে উপভোগ করতে পারছি। কেননা, চলার পথটা যে ক্রমেই ছোট হয়ে আসছে, সে বিষয়ে সচেতন আমি। আমি ভালো সময় কাটাচ্ছি। সতীর্থ ও বন্ধুদের নিয়ে ক্লাবেও ভালো সময় কাটাচ্ছি। অন্যদিকে, জাতীয় দলেও ভালো সময় কাটছে আমার, সেখানেও আমার সতীর্থ ও বন্ধু আছে অনেক।’

তবে ইঙ্গিত দিয়ে রাখলেন মিয়ামিতেই শেষটা টানার। মেসি বলেন, ‘আমার মনে হয়, মায়ামিই আমার শেষ ক্লাব। আমার আজকের ভাবনা, এটাই আমার শেষ ক্লাব হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন