বিজ্ঞাপন

দুর্দান্ত সাকিব-রিয়াদে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

June 13, 2024 | 10:26 pm

স্পোর্টস ডেস্ক

বেশ কয়েক ম্যাচ ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে ফর্মে ফিরলেন সাকিব আল হাসান। দুর্দান্ত এক হাফ সেঞ্চুরিতেই ফর্মে ফিরেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিবের ফেরার দিনে ১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে হারাতে হলে ১৬০ রান করতে হবে ডাচদের।

বিজ্ঞাপন

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেি রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করা শান্ত। লিটন দাসও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। এনগেলব্রেচের দুর্দান্ত এক ক্যাচে তাকেও ১ রানে ফিরতে হয়।

এরপর দলের হাল ধরেছেন সাকিব-তামিম জুটি। দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানের গতি বাড়ে।  ৫ চার, এক ছয়ে ২৬ বলে ৩৫ রান করে ফেরেন তামিম। হৃদয় আজ বেশি কিছু করতে পারেননি, ফিরেছেন ৯ রান।

হৃদয় ফিরলে সাকিব-মাহমুদউল্লাহ জুটি দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়েছেন। ২ চার, ২ ছয়ে রিয়াদ করেন ২১ বলে ২৫ রান। রিয়াদ ফিরলেও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন সাকিব। ব্যাটিং ব্যর্থতা ভুলে আজ দারুণ ব্যাটিং করেছেন সাকিব। ৯ চারে সাজানো ইনিংসে করেছেন ৪৬ বল্র ৬৪ রান।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৫৯ রান তুলেছে বাংলাদেশ। ডাচদের হয়ে দুটি উইকেট নিয়েছেন আরিয়ান ও মেকেরেন।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন