বিজ্ঞাপন

নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানিস্তান

June 14, 2024 | 9:30 am

স্পোর্টস ডেস্ক

প্রথম দুই ম্যাচ জিতে সুপার এইটে এক পা দিয়েই রেখেছিলেন তারা। তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারালেই নিশ্চিত হতো আফগানিস্তানের পরের রাউন্ডে খেলা। ত্রিনিদাদে পাপুয়া নিউগিনিকে ৯৫ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডকে বিদায় করেই সুপার এইট নিশ্চিত করল রশিদ খানের দল।

বিজ্ঞাপন

টসে জিতে বোলিংয়ে নেমে ফজল ফারুকির দারুণ বোলিংয়ে আজও দুর্দান্ত সূচনা পায় আফগানরা। উদ্বোধনী জুটিতে ১২ রান তোলার পর কোন রান যোগ না করেই ৩ উইকেট হারায় পাপুয়া নিউগিনি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ৫০ রানে ৭ উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার পথে ছিল তারা।

সেই অবস্থায় দলের হাল ধরেন কিপলিন ডরিগা। আলেই নাওকে সাথে নিয়ে দলকে সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে নিয়ে গেছেন এই জুটি। পুরো ব্যাটিং লাইনআপে এই দুই ব্যাটারসহ মাত্র তিনজন কেবল ছুঁয়েছেন দুই অংক। ডরিগা করেছেন ২৭ রান, নাও করেছেন ১৩, ওপেনার উরার ব্যাটে এসেছে ১১ রান। শেষ পর্যন্ত ৯৫ রানে থামে পাপুয়া নিউগিনির ইনিংস। ফারুকি ১৬ রানে তিন উইকেট নিয়ে এবারও আফগানদের সেরা বোলার।

৯৬ রান তাড়া করতে নেমে ইব্রাহিম জাদরান শূন্য রানে ফিরলে কিছুটা চাপে পড়ে আফগানরা। গুড়বাজও আজ বেশি কিছু করতে পারেননি, ফিরেছেন ১১ রানে। তবে গুলবাদিন নাইবের অপরাজিত ৪৯ রানের সুবাদে খুব বেশি বিপদ হয়নি আফগানদের। ৫ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় সুপার এইটে পৌঁছে গেছে আফগানরা।

বিজ্ঞাপন

এই জয়ে গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথী হয়ে পরের রাউন্ডে গিয়েছে আফগানিস্তান। এতেই প্রথম দুই ম্যাচে হারা নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিল।

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন