বিজ্ঞাপন

‘মোস্তাফিজ না থাকায় স্বাভাবিকভাবেই সমস্যা হবে’

May 31, 2018 | 12:58 pm

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

না থেকেও যেন আছেন দলের সঙ্গে। হুট করে মোস্তাফিজুর রহমান চোট পেয়ে ছিটকে গেছেন আফগানিস্তান সিরিজ থেকে। আইপিএলে যে চোট পেয়েছিলেন, সেটিই তাকে অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে। দেরাদুনের উদ্দেশে রওনা দেওয়ার আগে অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন দুজনেই বললেন, মোস্তাফিজের চোট দলের জন্য বড় একটা ধাক্কা। তবে দুজনেই অন্যদের জন্য উপলক্ষটা কাজে লাগানোর সুযোগ দেখছেন।

আইপিএল ফাইনাল খেলে আসার পর দুই দিন বিশ্রামে ছিলেন সাকিব। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি, বিমানবন্দরে তার সঙ্গী ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল। সেখানেই কথা বলেছেন দুজন। মোস্তাফিজের প্রসঙ্গটাই উঠল আগে। সাকিবও স্বীকার করলেন, দলের পরিকল্পনার জন্য এটা একটা ধাক্কাই, ‘স্বাভাবিকভাবে একটু সমস্যা হবে। মোস্তাফিজ আমাদের দলের সেরা টি-টোয়েন্টি বোলার। স্বাভাবিকভাবেই আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে।’

তবে সাকিব সেই সঙ্গে মনে করিয়ে দিলেন, ‘এটা কিন্তু আরেকটা সুযোগ অন্য বোলারদের, অন্য আরেকজন খেলোয়াড়ের। যার জন্য সুযোগটি হবে সে যেন ভালোভাবে কাজে লাগাতে পারে… সেটাও তার জন্য বড় সুযোগ বলে আমি মনে করি।’

বিজ্ঞাপন

মিনহাজুলও বললেন, মোস্তাফিজ না থাকায় দলের পরিকল্পনা কিছুটা বাধা পেয়েছে, ‘শর্ট ফরম্যাটে ফিজ আমাদের বেস্ট বলার, সে না থাকলে একটু সমস্যা তো হবেই।’ কিন্তু ফাইনাল থেকে ফেরার পর অনুশীলন ম্যাচ খেলেছেন, তার মানে কি চোটের কথা বলেননি মোস্তাফিজ? মিনহাজুলের ব্যাখ্যা, ‘মোস্তাফিজের শেষ ম্যাচে ইনজুরি হয়েছে। এরপর মুম্বাইয়ের ফিজিও ওকে নিয়ে কোনো আপডেট দেয়নি। এখানে আসার পর ২৬ তারিখ সে কিন্তু ম্যাচ খেলেছে। তারপরের দিনও কিন্তু সে কোনো আপডেট দেয়নি। এই হিসেবে যাওয়ার ঠিক আগের দিন বলাতে একটু সমস্যা হয়ে গেছে। ইনজুরি হয়েছে এখন তো আর কিছু করার নেই। চিড় ধরা পড়েছে। তিন সপ্তাহের মধ্যে হয়তো সে ফিট হতে পারে।’

বিকল্প হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন আবুল হাসান রাজু। তাকে নেওয়ার কারণ হিসেবে স্লোয়ারের কথাই বললেন মিনহাজুল, ‘আমরা যখন দল ঘোষণা করেছিলাম তখনই তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল। আমরা রাজুকে সাথেই রেখেছি। আমাদের প্লান ছিল যদি কোনো ফাস্ট বোলার ইনজুরিতে পরে তাহলে তাকে আমরা সাথে সাথে রিপ্লেস করতে পারব। রাজু স্লোয়ারটা ভালো করতে পারে। আইপিএলের উইকেট গুলোতে দেখেছি যথেস্ট ঘাস থাকে। সেই অবস্থা থেকে ওই বিবেচনায় তাকে আমরা নিয়েছি।’

মোস্তাফিজের শূন্যতা কি রাজু পূরণ করতে পারবেন, তা সময়ই বলে দেবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন