বিজ্ঞাপন

‘বাংলাদেশের মানবসম্পদ বিশ্বের চোখে পড়ার মতো’

May 31, 2018 | 4:04 pm

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশের মানবসম্পদ এখন সারাবিশ্বের চোখে পড়ার মতো একটা অবস্থায় দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। এ ছাড়াও তিনি জানান, ‘জাপানের কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশে দক্ষ মানবসম্পদ রয়েছে। তাদের জাপানি ভাষা শিখিয়ে দিলে জাপানে থাকার ব্যবস্থা করবেন।’

বৃহস্পতিবার (৩১ মে ) সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘অ্যাডভ্যান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল (এসিএমপি)’-কোর্সের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দেশের আইটি কোম্পানিগুলোর মধ্যস্তরের কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর জন্য এসিএমপি চালু করা হয়। ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২৬৬ জন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

মোস্তফা জব্বার বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে আমাদের আরও উদ্যোগী হতে হবে। কেন না আমাদের অবকাঠামো ও সরকারের অন্যান্য সুযোগ সুবিধা কাজে আসবে না, যদি-না মানবসম্পদ দক্ষ হয়ে ওঠে।’

বিজ্ঞাপন

প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে আমাদের পরিচয় ঘটছে। এই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলা আপনাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের হবে। এ জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন আইবিএ-এর সহযোগী অধ্যাপক এবং এসিএমপি এর সমন্বয়ক শেখ মোর্শেদ জাহান এবং এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেবসহ অনেকে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর আইবিএ তে প্রথমবারের মতো ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি) ফোর ডট ও’ কোর্স চালু হয় । আগামী অক্টোবর নাগাদ আইটি প্রতিষ্ঠানের মোট ৫০০ জনের প্রশিক্ষণের মাধ্যমে কোর্সটি শেষ হবে ।

সারাবাংলা/আরএম/আইএ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন