বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ব্যাটারদের দায়িত্বশীল হতে বললেন তাসকিন

June 22, 2024 | 1:19 pm

স্পোর্টস ডেস্ক

সুপার এইট পর্বের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তারা। ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে গেলেই বেজে যাবে বিদায়ঘন্টা। বাঁচা মরার এই ম্যাচের আগে পেসার তাসকিন আহমেদ বলছেন, গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।

বিজ্ঞাপন

পুরো টুর্নামেন্টজুড়েই ব্যাটিংটা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা থেকে বের হতে পারেননি শান্তরা। তামিম, লিটন, শান্তরা বড় স্কোর গড়তে না পারায় বাংলাদেশও পায়নি বড় পুঁজি। জয় যা এসেছে সবই বোলারদের কল্যাণে।

তাসকিন মনে করেন, ভারতের বিপক্ষে আরও দায়িত্বশীল হতে হবে ব্যাটারদের, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা আগে ব্যাটিং করেছি। এখানে ডট বল আরও কম হলে ভালো হতো। বৃষ্টির আগ পর্যন্ত বল গ্রিপ করছিল, ব্যাটেও আসছিল। আমরা যদি আগে বল করতাম এবং ১৫০-১৬০ রান তুলতাম তাহলে একটা সুযোগ থাকতো। আসলে আগে ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’

ভারতকে হারাতে হলে বড় স্কোর গড়ার বিকল্প নেই বলেই মানছেন তাসকিন, ‘উইকেট আগে চেয়ে ভালো হচ্ছে। একেক ভেন্যুতে উইকেট একেক রকম, এটাই বড় চ্যালেঞ্জ। এখানে ব্যাটাররা একটু সুবিধা পাবে। আগে ব্যাটিং করলে আমাদের অন্তত ১৭০ করতেই হবে। দিনে খেলা যেহেতু, উইকেট আরেকটু ভালো থাকবে। ভারত বিশ্বের সেরা দলগুলোর একটি। তাদের সাথে সব বিভাগে নিজেদের সেরা খেলাটাই দিতে হবে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন