বিজ্ঞাপন

‘সাম্প্রদায়িক-জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে বিজয় সুসংহত করব’

June 23, 2024 | 10:11 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে রক্তের বিনিময়ে অজিত বিজয়কে সুসংহত করাকেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হিসেবে ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এ অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এ বর্ণচোরারা ভাঁওতাবাজি করে। আজ আওয়ামী লীগের জন্মদিনে অঙ্গীকার হলো— সব শত্রুর বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের রক্তের মূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব।

রোববার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন- ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিজ্ঞাপন

এর আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ আমাদের অঙ্গীকার, আমাদের শপথ— এ অভিন্ন শক্তিকে পরাজিত করতে হবে। আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যা নিয়ে এসেছেন, তা নিয়ে এখনো বিশ্লেষণ হয়নি। প্রধানমন্ত্রী দিল্লি গিয়ে গঙ্গার পানির কথা ভুলে যাননি। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে যা বলা দরকার, কোনো কিছু বলতে প্রধানমন্ত্রী সংকোচ করেননি, ভুলে যাননি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দেশের ইতিহাসের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রাচীনতম দলটি গৌরবময় পথচলায় ৭৬ বছরে পা রাখল আজ। রাজধানীতে বিশাল সমাবেশসহ নানা আয়োজনে দিনটি পালন করবে আওয়ামী লীগ।

সারাবাংলা/এনআর/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন