বিজ্ঞাপন

চট্টগ্রামে ‘বিষক্রিয়া’য় ২ কিশোরের মৃত্যু

June 23, 2024 | 8:41 pm

স্টাফ করেপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কিশোর বয়সী দুজনের মৃত্যু হয়েছে। তবে কী খেয়ে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, কাশির সিরাপের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নেশাদ্রব্য হিসেবে খেয়ে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ জুন) রাতে উপজেলার হাটহাজারী পৌরসভার এক নম্বর ওয়ার্ডে দেওয়াননগর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

মৃত মো. রাসেল (১৭) ও মো. শাকিলের (১৪) বাড়ি হাটহাজারী পৌরসভার দেওয়াননগর লুঙ্গিপাড়া এলাকায়। দুজন পৌরসভায় বাজারে সবজি বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘গভীর রাতে মুমূর্ষু অবস্থায় দুই কিশোরকে একটি ব্রিজের ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, শনিবার (২২ জুন) রাত আড়াইটার দিকে দুজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ওসি মনিরুজ্জামান বলেন, ‘দুই কিশোর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন, চিকিৎসক প্রাথমিকভাবে এটাই জানিয়েছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘চিকিৎসক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন। তবে ঘটনাস্থলে বা আশপাশে আমরা এমন কোনো সন্দেহজনক কিছু পাইনি। তারা কিছু খেয়েছিল কি না, সেটা আমরা তদন্ত করে দেখছি। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন