বিজ্ঞাপন

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

June 23, 2024 | 11:19 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাইবান্ধা: গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেডিয়াম রোড ২ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই নারী পৌর কবরস্থানসংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় বোনারপাড়া থেকে গাইবান্ধাগামী একটি লোকাল ট্রেন আসতে থাকলে ওই নারী দৌড়ে রেললাইনের পাশে যান এবং লাফ দিয়ে লাইনের ওপর দুই হাত তুলে দাঁড়িয়ে পড়েন। এ সময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে তার মাথা থেঁতলে যায় এবং বাম পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়। তাৎক্ষণিকভাবে তিনি মারা যান। তার পরনে ছিল লাল শাড়ি।

বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখাইরুল ইসলাম বলেন, বগুড়ার সান্তাহার থেকে লালমনিরহাটগামী নাইনটিন আপ লোকাল ট্রেনটি গাইবান্ধা ষ্টেশনে প্রবেশের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন