বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় বিস্ফোরণে ২২ শ্রমিক নিহত

June 24, 2024 | 4:54 pm

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে আগুন লেগেছে। এতে অন্তত ২২ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই চীনের নাগরিক। স্থানীয় দমকল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

রাজধানী সিউলের দক্ষিণ-পশ্চিমে হাওসাং নামক এলাকায় ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেলের কারখানায় এ ঘটনা ঘটে। এই কারখানায় লিথিয়াম ব্যাটারির তৈরি করা হতো।

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং কোম্পানির কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সাংবাদিকদের বলেছেন, নিহতদের মধ্যে ১৮ জন চীনা শ্রমিক। আরেকজন লাওতিয়ান। বাকি নিহত শ্রমিকদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি।

ওই কারখানার প্রায় ৩৫ হাজার ইউনিট ব্যাটারি ছিল। স্থানীয় সময় সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় ব্যাটারি সেলগুলোর সিরিজ বিস্ফোরণ শুরু হয়। কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন