বিজ্ঞাপন

দুই বছর পর দলে শুকতারা

May 31, 2018 | 9:32 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা সফরে ভরাডুবি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তাই এশিয়া কাপ টি-টোয়েন্টিকে সামনে রেখে দলে পরিবর্তন আনা হয়েছে। দুই বছর পর জাতীয় দলে আয়েশা রহমান শুকতারাকে এনেছে টিম ম্যানেজমেন্ট।

২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে খেলার পর জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামা হয়নি আয়েশার। ভারতের বিপক্ষে ২০১২ সালের আগস্টে অভিষেকের পর সবমিলিয়ে ২১ ম্যাচ খেলে ২৬২ রান করেছেন তিনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলে হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবেও বেশ পরিচিত আয়েশা। জাতীয় দলের অনেক জয়েও আছে অসামান্য কীর্তি আছে তার। তবে দল থেকে বাদ পড়ার মাঝের সময়ে নিজেকে নতুন করে সাজাতে অনুশীলন চালিয়েছেন আয়েশা।

বিজ্ঞাপন

এশিয়া কাপকে সামনে রেখে শুক্রবার (১ জুন) মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আগামী ৩ জুন (রোববার) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এছাড়াও ৪ জুন (সোমবার) পাকিস্তানের বিপক্ষে, ৬ জুন (বুধবার) ভারতের বিপক্ষে, ৭ জুন (বৃহস্পতিবার) থাইল্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন (শনিবার) স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সালমা-রুমানারা। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন (রোববার) ।

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড:

বিজ্ঞাপন

সালমা খাতু (অধিনায়ক), নাহিদা আক্তার, রুমানা আহমেদ, পান্না ঘোষ, নিগার সুলতানা, লিলি রাণী বিশ্বাস, ফারজানা হক, সাঞ্জিদা ইসলাম, খাদিজা তুল কুবরা, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, আয়েশা রহমান, শামিমা সুলতানা এবং জান্নাতুল ফেরদৌস সুমনা।

 

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন