বিজ্ঞাপন

কলকাতা থেকে বিরল বন্যপ্রাণীসহ ২ বাংলাদেশি পাচারকারী আটক

May 31, 2018 | 10:22 pm

।। কলকাতা থেকে।।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে চোরাপথে বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের সময় একাধিক বন্যপশুসহ কলকাতা থেকে দুই আন্তর্জাতিক পশু চোরাচালানকরীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে দুই বাংলাদেশি পাচারকারিকে সীমান্ত এলাকা থেকে পিছু নিয়ে কলকাতার সায়েন্সসিটির কাছে গ্রেফতার করে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) গোয়েন্দারা।

তদন্তের স্বার্থে দুই পাচারকারির নাম গোপন রেখে গোয়েন্দারা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভারত–বাংলাদেশ সীমান্তের বসিরহাট সীমান্ত এলাকায় ফাদ পাতে গোয়েন্দারা। তাদের পুরো র‍্যাকেট ধরার জন্য সীমান্ত এলাকা থেকে প্রায় ১০০ কিলোমিটারের বেশি পথে তাদের পিছু নেয় গোয়েন্দারা। কলকাতা পার্কসার্কাস সায়েন্সসিটির কাছে বন্য পশু হস্তান্তরের সময় এদের হাতে নাতে ধরে তার।

বিজ্ঞাপন

সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় শিডিউল এক প্রজাতির দুটি হলক গিবন নামক বিরল প্রজাতির বাঁদর, দুটি পাম সিভেট ও ৪০টির বেশি নানা বিরল প্রজাতির পাখি।

পরে দুই পাচারকারিকে পুলিশ হেফাজতে নিয়ে পশুগুলিকে আলিপুর চিড়িয়াখানা কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়ছে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন