বিজ্ঞাপন

জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

June 26, 2024 | 6:08 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে বাসের ধাক্কায় শামসুদ্দিন সরকার নামে (৬০ বছর) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ডের অদূরে শান্তিনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শামসুদ্দিন সরকার কালাই উপজেলার জগডম্বুর গ্রামের মৃত সবেদ আলীর ছেলে।

ওসি ওয়াসিম আল বারী জানান,শামসুদ্দিন সরকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে পুনট বাজারে নিজের দোকানে ছেলের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে শান্তিনগর মোড়ে জয়পুরহাট অভিমুখী দ্রুতগতির একটি বাস শামছুদ্দিনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, ঘটনার পর চালক দ্রুতগতির ওই বাসটি নিয়ে পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন