বিজ্ঞাপন

সেমিতে আফগানিস্তানকেই ফেভারিট মানছেন ট্রট!

June 26, 2024 | 6:44 pm

স্পোর্টস ডেস্ক

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিতে উঠেছেন তারা। আফগানিস্তানের সামনে লক্ষ্য এখন নিজেদের ছাড়িয়ে গিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছানো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আফগান কোচ জোনাথন ট্রট বলছেন, সেমিতে ‘ফেভারিট’ থাকবেন তারাই!

বিজ্ঞাপন

বিশ্বকাপ মঞ্চে সেমিফাইনাল মানেই যেন দক্ষিণ আফ্রিকার ‘চোক’ করার ইতিহাস। ১৯৯৯, ২০০৩ এর সেই দুঃস্মৃতি এখনো তাড়া করে বেড়ায় প্রোটিয়াদের।  প্রতিবার দারুণ দল নিয়ে বিশ্বকাপে গেলেও শেষ পর্যন্ত নকআউট পর্ব থেকেই বাদ পড়তে হয়েছে তাদের। অন্যদিকে এই আসরে দুর্দান্ত পারফর্ম করে নিজেদের ইতিহাসের প্রথমবার সেমিতে ওঠায় কোন স্মৃতি ছাড়াই সেমিতে মাঠে নামবে আফগানরা।

ট্রট বলছেন, চাপের কারণে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে থাকবে আফগানিস্তানই, ‘চাপটা দক্ষিণ আফ্রিকার উপরে বেশি থাকবে। আমরা প্রথমবার এখানে খেলতে এসেছি, চাপের কোন ব্যাপার নেই। এজন্য আফগানিস্তানই এই লড়াইয়ে খানিকটা এগিয়ে থাকবে বলেই আমার বিশ্বাস।’

ট্রট আরও বলছেন, দক্ষিণ আফ্রিকার মতো বাড়তি স্নায়ুচাপে থাকবে না তার দল, ‘আমরা কোন ক্ষত কিংবা ইতিহাস ছাড়াই সেমিতে যাচ্ছি। জায়গাটা আমাদের জন্য নতুন। সেমিতে সবটুক উজাড় করেই খেলব। আমাদের এই পর্যায়ে কোন সফলতা কিংবা ব্যর্থতায় ইতিহাস নেই যা আমাদের প্রতিপক্ষের আছে! আমাদের হারানোরও কিছু নেই। এজন্য তাদের উপরেই চাপ বেশি থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন