বিজ্ঞাপন

রেইসের মিউচুয়াল ফান্ডের ৯৭% আইসিবি ও ব্র্যাক ব্যাংকের হেফাজতে

June 26, 2024 | 11:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত মিউচুয়াল ফান্ডের ৯৭ শতাংশ সম্পদ আইসিবি ও ব্র্যাক ব্যাংকের হেফাজতে রয়েছে। এ ক্ষেত্রে ফান্ডগুলোর তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত সব শেয়ার সুরক্ষিত রয়েছে বলে দাবি করেছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি।

বিজ্ঞাপন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা গত ২৪ জুনের আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ জুন) রেইস ম্যানেজমেন্ট এ তথ্য জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মিউচুয়াল ফান্ডের সব কার্যক্রম স্বচ্ছতা ও নিরাপত্তার সঙ্গে পরিচালনা করার জন্য কাস্টোডিয়ান ডিপি অ্যাকাউন্ট, ব্রোকারেজ ট্রেডিং অ্যাকাউন্ট, ব্রোকারেজ ট্রেডিং (প্যারেন্ট) অ্যাকাউন্ট, ব্রোকারেজ ট্রেডিং (লিংক) অ্যাকাউন্ট, ব্রোকারেজ সাসপেন্স অ্যাকাউন্ট ও ব্রোকারেজ ফ্র্যাকশনাল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়; যার মাধ্যমে দৈনিক লেনদেন, ব্যবস্থাপনা ও সিডিবিএলের শেয়ার সেটেলমেন্ট হয়।

রেইস পরিচালিত ফান্ডের সব সম্পদ আইসিবি ও ব্র্যাক ব্যাংকের হেফাজতে আছে এবং এ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সরাসরি তত্ত্বাবধান করে থাকে। মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড ও কাস্টোডিয়ান চুক্তি অনুযায়ী বর্তমানে ফান্ডগুলোর সব তালিকাভুক্ত শেয়ার কাস্টোডিয়ান ডিপি অ্যাকাউন্টে রাখা আছে। রেইস তার পরিচালিত ফান্ডগুলোর সম্পদের নিরাপত্তার প্রমাণ হিসেবে গত ৩১ মে তারিখ পর্যন্ত ডিপিএ-৬ রিপোর্ট কমিশনের কাছে জমা দিয়েছে।

বিজ্ঞাপন

রেইসের কর্মকর্তাদের দাবি, কিছু স্বার্থান্বেষী মহল ভুল তথ্যের ভিত্তিতে রেইস ম্যানেজমেন্টকে নিয়ে বাজারে গুজব ছড়াচ্ছে। এসব মিথ্যা প্রচারণা গত ১৫ বছরের অর্জিত সুনাম ক্ষুণ্ন করছে এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির আস্থা নষ্ট করছে। তবে কমিশনের কাছে রেইস পরিচালিত ফান্ডের সব প্রমাণ ও তথ্য পাঠিয়েছে, যা রেইস পরিচালিত সকল সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে।

উল্লেখ্য, রেইস পরিচালিত সব ফান্ড গত পাঁচ বছরে (২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত) বিনিয়োগকারীদের ৬৮৩ কোটি ৪৩ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন