বিজ্ঞাপন

বিশ্বকাপের এক আসরে ১৭ উইকেটে ফারুকির অনন্য রেকর্ড

June 27, 2024 | 10:56 am

স্পোর্টস ডেস্ক

ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিতে পৌঁছে গিয়েছিল আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে অবশেষে থেমেছে আফগানদের স্বপ্নযাত্রা। তবে দলের এমন বিদায়ের আগে অনন্য এক রেকর্ড গড়েছেন আফগান পেসার ফজল হক ফারুকি। এবারের আসরে ১৭ উইকেট নিয়ে টি-২০ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন এই বাঁহাতি পেসার।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে অবিশ্বাস্য এক ৫ উইকেট শিকার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন ফারুকি। ৯ রান দিয়ে এই ম্যাচে ৫ উইকেট পান তিনি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ রানে নেন ৪ উইকেট।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নেন ফারুকি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন উইকেটের দেখা পাননি তিনি। সুপার এইটের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট পান ফারুকি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে উইকেটশূন্য ছিলেন ফারুকি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১৫ রানে পান এক উইকেট। সেমিফাইনালে নিজেদের শেষ ম্যাচে ১১ রানে ১ উইকেট পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সব মিলিয়ে এই আসরে ফারুকির উইকেট দাঁড়ালো ১৭তে। এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের অনন্য কীর্তিও গড়লেন ফারুকি।

ফারুকি ভেঙেছেন ২০২১ সালে করা শ্রীলংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার করা রেকর্ড। সেই আসরে ১৬টি উইকেট পেয়েছিলেন হাসারাঙ্গা। ২০১২ আসরে ১৫ উইকেট নিয়ে এই তালিক্যার তৃতীয় স্থানে আছেন আরেক শ্রীলংকান অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন