বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহার

June 27, 2024 | 7:45 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অধিশাখা-২ এর যুগ্ম সচিব মো. পারভেজ হাসান বিপিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মো. পারভেজ হাসান বিপিএএ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আপনারা যে বিজ্ঞপ্তিটি পেয়েছেন, সেটি আমারই স্বাক্ষর করা। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।’

এর আগে ২০২০ সালের ১০ ও ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে ১২টি চিঠি পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সব ধরনের নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞাপন

ওই সময় আরেকটি চিঠিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নতুন নীতিমালা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে ২০২২ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে ওই বছরের ১২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমুন্নত রাখার স্বার্থে সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ ২০২৩ সালের ২৫ জুলাই প্রত্যাহার করা হয়।

তবে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের তিন মাস পর শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, নিয়োগে অনিয়মের বিষয়ে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন মামলা চলমান আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি গোপন করেই নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করে। তথ্য গোপন করে কেন সেই আবেদন করা হয়েছিল তার ব্যাখ্যা জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জারি করা প্রত্যাহার আদেশ স্থগিত করা হয় এবং উক্ত রিট পিটিশনটি নিষ্পত্তির যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। পরে আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো নিয়োগে আর কোনো বাধা থাকলো না।

সারাবাংলা/এনইউ

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন