বিজ্ঞাপন

নাটকীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোপায় টিকে রইল পানামা

June 28, 2024 | 7:24 am

স্পোর্টস ডেস্ক

কাগজে কলমে যুক্তরাষ্ট্রের শক্তিমত্তার ধারেকাছেও নেই তারা। প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে বাজেভাবে হেরে কোপা থেকে বিদায়ের প্রহর গুনছিল পানামা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই পানামাই অবিশ্বাস্যভাবে হারিয়ে দিল যুক্তরাষ্ট্রকে। নাটকীয় এক ম্যাচে অন্তিম মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখল পানামা।

বিজ্ঞাপন

দুই লাল কার্ড, ভিএআরে গোল বাতিল, পেনাল্টি বাতিল, দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তাপ ও শেষ মুহূর্তের গোল; পানামা-যুক্তরাষ্ট্র ম্যাচে হয়েছে সব নাটকীয়তাই। ম্যাচের ৮ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারত কোপার স্বাগতিক দেশ। তবে গোল পেলেও ভিএআরের সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের লিড বাতিল করেন রেফারি।

১৭ মিনিটে সেই ভিএআর আবারও ধাক্কা দেওয় যুক্তরাষ্ট্রকে। এই প্রযুক্তির সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের টিমোথি উইয়াকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। অল্প সময়ের মাঝেই তাই ১০ জনের দলের পরিণত হয় যুক্তরাষ্ট্র।

তবে ১০ জনের দল নিয়েও পানামাকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র। লাল কার্ড দেখার মাত্র ৫ মিনিটের মাথায় লিড নেয় তারাই। রবিনসনের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন ফোলারিন বালোগান। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। ২৬ মিনিটের মাথায় পানামার হয়ে সমতাসূচক গোল করেন সিজার ব্ল্যাকম্যান। প্রথমার্ধে আর গোল না হলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে এগিয়ে যেতে পারত পানামা, পেনাল্টি পেয়েছিলেন তারা। তবে ভিএআরের সাহায্য নিয়ে সেটা বাতিল করেন রেফারি। মাঠে কিছুটা উত্তেজনাও ছড়িয়ে পড়ে। ৮৩ মিনিটে যুক্তরাষ্ট্রকে চমকে দিয়ে লিড নেয় সেই পানামাই। আয়ারজার অ্যাসিস্টে হোসে ফাজারদোর গোলে উল্লাসে ভাসে পানামা।

ম্যাচের ৮৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পানামার ক্যারাসকুয়েলা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পানামা। এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল তারা। সমান ৩ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন