বিজ্ঞাপন

ফাইনালের জন্য রান জমা রেখেছেন কোহলি: রোহিত

June 28, 2024 | 9:49 am

স্পোর্টস ডেস্ক

আইপিএলের অবিশ্বাস্য ফর্ম সাথে নিয়ে বিশ্বকাপে এসেছিলেন তিনি। খুব সম্ভবত নিজের শেষ টি-২০ বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসার জায়গায় ছিলেন বিরাট কোহলি। তবে টুর্নামেন্টজুড়েই নিজেকে হারিয়ে খুঁজেছেন ওপেনিংয়ে নামা কোহলি। সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ১০ বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ভারত। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলছেন, কোহলি হয়তো ফাইনালের জন্যই সব রান বাঁচিয়ে রেখেছেন।

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে কোহলি তার নামের পাশে সুবিচার করতে পারেননি। ওপেনিংয়ে নেমে ৭ ইনিংসে তার রান মাত্র ৭৫! এবারের বিশ্বকাপে তার চেয়ে বেশি রান আছে আরও ৫৩ ব্যাটারের! কোহলির গড় মাত্র ১০.৭১, স্ট্রাইক রেট ১০০। ৭৫ বল খেলে কোহলি মেরেছেন দুটি চার ও ৫টি ছক্কা। এই ৭ ইনিংসে দুইবার শূন্য রানে আউট হয়েছে, দুই অংকের ইনিংস আছে মাত্র দুটি!

রোহিত বলছেন, ফাইনালে ঠিকই জ্বলে উঠবেন কোহলি, ‘কোহলির ক্লাস সম্পর্কে আমরা সবাই জানি। যখন আপনি ১৫ বছর ধরে খেলছেন, ফর্ম তখন কোন সমস্যাই নয়। হয়তো সে ফাইনালের জন্যই রান জমা করে রেখেছে!’

ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে খুশি রোহিত, ‘এটা দারুণ সন্তোষজনক জয়। দল হিসেবে আমরা কঠোর পরিশ্রম করেছি। কন্ডিশন কঠিন হলেও সবাই মানিয়ে নিয়েছে। ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দল ভালো অবস্থায় আছে। ফাইনাল বড় ম্যাচ, আমাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে। যেমন আজকের ম্যাচে আমরা নিয়েছি, এটাই সাফল্যের রহস্য। ১৭৫ এই পিচে অনেক ভালো রান। আমাদের স্পিনাররাই আমাদের মূল শক্তি, তারা দুর্দান্ত পারফর্ম করেছে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন