বিজ্ঞাপন

স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালিয়েছেন স্বামী

June 28, 2024 | 4:31 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নাটোর: পারিবারিক কলহের জেরে নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে পালিয়েছেন আসমত আলী। গতরাতের যে কোনো সময় এই ঘটনা ঘটে। সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

 অভিযুক্ত আসমত আলী উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আসমত আলী প্রতিবেশী এক যুবককে মোবাইল ফোনে কল করে তার বাড়িতে কী হয়েছে কেউ ফোন রিসিভ করছে না কেন তা দেখতে বলেন। এরপর সেই যুবক আসমত আলরি বাড়ীতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, আসমত আলী কোনো কাজ না করে বিভিন্ন স্থানে চুরি ও বিয়ে করে বেড়াত। এ সব নিয়ে কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে।

বিজ্ঞাপন

আসমত আলীকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন