বিজ্ঞাপন

সবজির বাজার চড়া, ঝাঁজ কমেনি কাঁচা মরিচের

June 28, 2024 | 6:19 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: কোরবানির ঈদের পর থেকে কাঁচা বাজারের বেশিরভাগ সবজির দাম বাড়তির দিকে। সপ্তাহ শেষে পেঁয়াজ-আদা, টমেটো, করলা, বেগুনসহ আরও কয়েকটি সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ডিমের দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কমে উচ্চমূল্যে স্থিতিশীল আছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার, আগারগাঁও, শ্যামলী ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিন আগারগাঁওয়ের বিএনপি বাজারে সবজি কিনতে আসা রাজিব আহমেদ নামের এক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘পেঁয়াজ আদা, টমেটোসহ কয়েকটি সবজি সপ্তাহের চেয়ে আজ বেশি দামে কিনতে হয়েছে। কাঁচা বাজারের সবজির দাম একটার একটু কমলে আরেকটির দাম বাড়ে। এজন্য বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে পরিমাণে কম কিনতে হয় আমাদের।’

শুক্রবার দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা রসুন ২৪০-২৫০ টাকা, আদা ৩৪০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। যা সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি ২০- ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বিজ্ঞাপন

আগারগাঁওয়ের সবজি বিক্রেতা আহাদ মিয়া সারাবাংলাকে বলেন, ‘ঈদের পর থেকে সবজির দাম বাড়তির দিকে। আজ বরবটি, বেগুন পেঁয়াজ, করলা ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। শসার দাম ৮০ টাকা, মাঝারি আকারের পাতি লাউ ৮০ টাকা, গোল আলু ৬৫ টাকা, টমেটো ১৫০-২০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা ঢেঁড়স ৭০ টাকা, পটল ৭০-৮০ টাকা, কাঁচা মরিচ ২৪০-২৫০ কেজি দরে বিক্রি করছি। বাজারে মাঝারি আকারের প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা দরে।’

উচ্চমূল্যে স্থিতিশীল বয়লার মুরগির দাম: ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা, সোনালিকা ৩৩০-৩৫০ টাকা, লেয়ার মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

বিজ্ঞাপন

ডিমের দাম কিছুটা কমেছে: শুক্রবার ফার্মের মুরগির ডিম ১৫০-১৫৫ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১৬৫-১৭০ টাকা ডজন দরে বিক্রি হয়েছে। এ ছাড়া হাঁসের ডিম ৮০ হালি এবং কোয়েল পাখির ডিম ৫০ টাকা ডজন দরে বিক্রি হতে দেখা যায়।

আগারগাঁওয়ের বিএনপি বাজারের পোল্ট্রি মুরগির বিক্রেতা মোহাম্মদ তৌফিক সারাবাংলাকে বলেন, ‘ঈদের আগের মতোই আছে পোল্ট্রির দাম। আজ পোল্ট্রি ২০০ টাকা এবং সোনালিকা মুরগি ৩৩০-৩৫০ কেজি দরে বিক্রি করছি।’

এদিন মোহাম্মদপুর কৃষি বাজারের বাজারে কথা হয় নাসির উদ্দিন এক গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘ঈদের পর আবার জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। এমনিতেই ঈদ উপলক্ষে খরচের হাত বলতে গেলে এখন খালি। এখন তরিতরকারির দাম বাড়তে থাকলে আমরা বড় বেকায়দায় পড়ে যাব।’

এদিন কৃষি বাজারের সবজি বিক্রেতা রফিক বলেন, ‘ঈদের পর থেকে বেশিরভাগ ধরনের শাক-সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারেই কোন কোন সবজির দাম কেজিপ্রতি ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এ কারণে বাধ্য হয়েই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

বিজ্ঞাপন

এদিন গরুর মাংস কেজি প্রতি ৭০০-৭৫০ টাকা এবং খাসি ১১৫০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

শুক্রবার এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের রুই মাছ ৩৫০-৩৮০ টাকা কেজি, পাঙাস ২০০-২২০ টাকা কেজি, কৈ ২৬০-২৮০ পাবদা ৫০-৫৫০ টাকা কেজি, তেলাপিয়া ২৫০-২৬০ টাকা কেজি, সিলভার কার্প ২০০-২২০ টাকা, সিং ৬৫০ টাকা, গুলশা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। তবে সব ধরনের শাক-সবজির দাম বাজারভেদে ২০-৩০ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে।

সারাবাংলা/কেআইএফ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন