বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত ইউপি চেয়ারম্যান

June 28, 2024 | 11:03 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের উপর দুর্বত্তরা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ ঘটনা ঘটে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান সোহরাব হোসেন খান আলার মোড়ে চা খেয়ে রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় অন্য চলন্ত মোটরসাইকেলে থাকা মাস্ক পরিহিত দুজন দুর্বৃত্ত চেয়ারম্যানের পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান বলেন, ‘মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের পিঠে একটি ধারাল অস্ত্রের আঘাত করেছে দুর্বত্তরা। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন