বিজ্ঞাপন

‘ঈদে রাস্তার জন্য দেশের কোথাও যানজট হবে না’

June 1, 2018 | 3:02 pm

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ঈদের আগে পরে রাস্তার জন্য দেশের কোথাও যানজট সৃষ্টি হবে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে, ফিটনেসবিহীন গাড়ি যানজটের কারণ হতে পারে। ফিটনেসবিহীন গাড়ি তৈরি নিয়ে পুলিশ ও বিআরটিএ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১ জুন) সকালে রাজধানীর মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি আপনাদের বলছি রাস্তার জন্য এবার ঈদে যানজট হওয়ার কোন কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না, কিন্তু এই ফিটনেস বিহীন গাড়িগুলো যানজট সৃষ্টি করতে পারে, সেটাই উদ্বেগের কারণ ’

বিজ্ঞাপন

‘রাস্তায় যদি গাড়ি বিকল হয়ে যায়, রেকার এসে সরাতে সরাতে দীর্ঘ যানজট হয়ে যায়। মিরপুরে দেখলাম দুটি কারখানা, এখানে (মাতুয়াইল) দেখলাম, আরও আছে আমি খবর নিয়েছি সেগুলোতেও অভিযান চলবে।’ বলেন ওবায়দুল কাদের।

‘এগুলো দেখার দায়িত্ব ছিল বিআরটিএ’র। তারা এ ব্যাপারে কেন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে? এটা তো বিপদজনক একটা বিষয়। ঈদের সময় কোটি মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে যাবে। এ সময় ফিটনেসবিহীন গাড়িগুলো রংচং চড়িয়ে রাস্তায় নামানো হয়।’ বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘এ ধরণের অবৈধ কাজ কারবার আজকে পুলিশের নাকের ডগায় হচ্ছে। পুলিশের যারা এখানে আছেন তারাও এগুলো নিয়ে আমাকে জানান নি। বিআরটিএ ও পুলিশ উভয়ের এ নিয়ে দায় দায়িত্ব আছে।’

বিজ্ঞাপন

দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কারখানায় সিলগালা করার নির্দেশ দিয়ে কাদের বলেন, ‘আমি বিআরটিএকে বলবো এখন তাদের প্রধান কাজ হলো ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে। এখানে অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ী যাতে রাস্তায় না আসে এর জন্য উৎস মূখ বন্ধ করতে হবে ‘

ফিটনেসবিহীন গাড়ির সঙ্গে সংশ্লিষ্টদের উল্টো দিকে গাড়ি চালানো বন্ধেরও নির্দেশ দেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘প্রভাবশালী ব্যক্তিদের খুশি করার জন্য তাদের যেন রং সাইডে যেতে উৎসাহিত না করা হয়। দশজন ভিআইপিকে খুশি করতে গিয়ে লক্ষ লোকদের কষ্ট দেওয়া চলবে না।’

ঈদের আগে রাজধানীতে সব ধরণের খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ওয়াসা-ডেসাসহ সকলকে আমি অনুরোধ করছি, ঈদের আগে পরে যেন এসব না হয়।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন