বিজ্ঞাপন

কোটা পুনর্বহালের প্রতিবাদে চবিতে বিক্ষোভ

July 1, 2024 | 11:30 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (১ জুলাই) সকালে চবির কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন। এগুলোর মধ্যে ছিল ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে, মেধা না কোটা? মেধা- মেধা, মেধাবীদের কান্না, আর না, আর না, কোটার বিরুদ্ধে -লড়ায় হবে একসাথে।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। তাহলে দেশ স্বাধীনের পর আমাদের সাথে কেন কোটা প্রথার বৈষম্য করা হচ্ছে? তারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরাও ৫৬ শতাংশ কোটা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সরকারি চাকরিতে কোটা কখনোই কাম্য নয়।’

বিজ্ঞাপন

আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, ‘বৈষম্য দূর করার জন্যই আমাদের ৩০ লাখ শহীদ প্রাণ বিলিয়ে দিয়েছেন। কিন্তু দেশ স্বাধীনের ৫০ বছর পেরিয়ে গেলেও আমরা বৈষম্য মুক্ত হতে পারিনি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা আমরা মেনে নিতে পারি না, আমাদেরকে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে।’

সমাবেশ থেকে শিক্ষার্থীরা চার দফা দাবি জানান। দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে, ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে, দূর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন