বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে পানামা

July 2, 2024 | 9:04 am

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুধু জিতলেই চলতো না তাদের, তাকিয়ে থাকতে হতো উরুগুয়ে-যুক্তরাষ্ট্র ম্যাচের দিকেও। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক ম্যাচে বলিভিয়াকে ৩-১ হারিয়েছে পানামা। অন্য ম্যাচে উরুগুয়ের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় নতুন ইতিহাস গড়েছে পানামা। সি গ্রুপের রানারআপ হয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দলটি।

বিজ্ঞাপন

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের মাঠে বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পানামা। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র হেরে গেলে ড্রই যথেষ্ট ছিল তাদের জন্য। তবে নিজেদের ম্যাচে হেরে গেলে ও যুক্তরাষ্ট্র ড্র করলে বিদায়ঘন্টা বেজে যেত পানামার।

এমন সমীকরণকে সামনে রেখে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পানামা। ২২ মিনিটের মাথায় পানামাকে এগিয়ে দেন হোসে ফাজার্দো। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে পানামা।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া বলিভিয়া বেশ চাপে রেখেছিল পানামাকে। ৬৯ মিনিটে পানামাকে চমকে দিয়ে ম্যাচে সমতা আনে বলিভিয়া। ব্রুনো মিরান্ডার দারুণ এক গোলে বিদায়ের শঙ্কা জাগে পানামা শিবিরে। তবে লিড ফিরে পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৭৯ মিনিটে দলকে আবারো এগিয়ে দেন এডুয়ার্ডো গুরেরো।

বিজ্ঞাপন

৯১ মিনিটে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন সিজার ইয়ানিস। ৩-১ গোলের বড় জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে পানামা। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা।

সারাবাংলা/এফএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন