বিজ্ঞাপন

আজ বিসিবির সভা, আলোচনা হবে বিশ্বকাপ নিয়ে

July 2, 2024 | 11:13 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পরিষদ। বিসিবির পরিচালকদের এটা যদিও রুটিন সভা, তবে সভায় অন্যতম আলোচ্য বিষয় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২ জুলাই) বিকেলে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সভায় বসবেন পরিচালকরা। বিশ্বকাপের পাশাপাশি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতি এবং কিছু আর্থিক ইস্যু নিয়েও আলোচনা হবে সভায়।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‌‘আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে।’

এবারের বিশ্বকাপে সুপার এইটে খেলেছে বাংলাদেশ। তবে সুপার এইটে বাংলাদেশের পারফরম্যান্স সমালোচিত হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো উড়ে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তান আগে ব্যাটিং করলে একটা সময় সমীকরণ ছিল ১২.১ ওভারে ১১৫ রান করতে পারলে বিশ্বকাপের সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ। কিন্তু এই লক্ষ্যে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে তা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। দলের নেতিবাচক মানসিকতায় বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে সাবেক ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস/ এফএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন