বিজ্ঞাপন

কনডেম সেলে ১৬ বছর: আসামির আপিল শুনানি বুধবার

July 2, 2024 | 1:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দীর্ঘ ১৬ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আপিল শুনানি জন্য বুধবার দিন নির্ধারণ করেছেন দেশের আপিল বিভাগ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুলাই) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাজি আব্দুল্লাহ আল মাসুমের আপিলটি দ্রুত শুনানির আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ আদেশ দেন।

আজ কাজি আব্দুল্লাহ আল মাসুমের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের নজরে এনে বলেন, এই আপিলের বিষয়টি অনেকদিন ধরে শুনানির জন্য আছে। আসামি ১৬ বছর ধরে কনডেম সেলে আছেন। এটি একটু দ্রুত শুনানির আবেদন করছি।

এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বিষয়টি আগামীকাল শুনানির কার্যতালিকার ২০ নম্বর আইটেমের মধ্যে থাকবে বলে আদেশ দেন।

বিজ্ঞাপন

পরে এই বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশিদ আলম খান বলেন, দস্যুতা ও হত্যার অভিযোগে করা এক মামলায় ২০০৮ সালে আসামি কাজি আব্দুল্লাহ আল মাসুমকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এরপর হাইকোর্ট সে দণ্ড বহাল রাখেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামি ২০১৫ সালে আপিল করেন। তবে সে আপিলের শুনানি এখনও হয়নি। যেখানে ২০০৮ সালে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর থেকেই আসামি কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন।

তাই এতদিন ধরে কনডেম সেলে থাকা আসামির আপিলটি দ্রুত শুনানির আবেদন করলে আজ আপিল বিভাগ বিষয়টি আগামীকাল শুনানির জন্য দিন ধার্য করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন