বিজ্ঞাপন

তাসকিন কাণ্ডের সত্যতা নিশ্চিত করে যা বললেন সাকিব

July 2, 2024 | 9:52 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সর্বোত্র। এসবে যুক্ত হয়েছে তাসকিন আহমেদের ‘ঘুম’ কাণ্ড! সংবাদমাধ্যমে খবর, ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারার কারণে বিশ্বকাপ ম্যাচ মিস করেছেন তাসকিন। সাকিব বললেন, বিষয়টির জন্য টিমমেটদের কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন এবং বিষয়টি সেখানেই শেষ হয়ে গেছে।

বিজ্ঞাপন

অ্যান্টিগায় বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে ছিলেন না তাসকিন। দারুণ বোলিং করতে থাকা তাসকিন একাদশে না থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল, তাছাড়া দলের সহ-অধিনায়কও তিনি।

পরে সংবাদমাধ্যমের খবরে উঠে আসে সেদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারার কারণে টিম বাস মিস করেন তাসকিন। ঠিক সময়ে মাঠে পৌঁছাতে পারেননি। সেই জন্যই নাকি তাকে ভারতের বিপক্ষে ম্যাচের একাদশে রাখা হয়নি।

মেজর লিগ ক্রিকেট খেলতে আজ যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। বিমানবন্দরে তাসকিন প্রসঙ্গে বলতে গিয়ে সাকিব বলেন, ‘ক্রিকেটে একটা নিয়ম আছে যে দলের বাস কারও জন্য অপেক্ষা করে না। যদি কেউ কখনো বাস মিস করে, তারা পরে গাড়ি নিয়ে মাঠে আসে। ওয়েস্ট ইন্ডিজে ট্রান্সপোর্টের সাপোর্টটা অনেক কঠিন ছিল। যখন তাসকিন পৌঁছেছিল (মাঠে), টস হওয়ার ৫-১০ মিনিট আগে। স্বাভাবিকভাবে কঠিন ছিল ওই সময় তাকে দলে নেওয়া। তাসকিন পরে এর জন্য দলের সবার কাছে ক্ষমা চেয়েছে। দলের সবাইও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। অনিচ্ছাকৃত ভুল সবারই হতে পারে। সে–ও এটা স্বীকার করেছে। তারপর ওখানেই এটা শেষ হয়ে গেছে।’

বিজ্ঞাপন

জানা যায়, বাস ছাড়ার সময় তাসকিনকে ফোন দিয়ে পাওয়া যায়নি। সেই সময় তিনি নাকি ঘুমাচ্ছিলেন! কিন্তু ঠিক সময়ে ঘুম থেকে না উঠলে ডেকে তোলার মতো কেউ কি ছিল না?  এমন প্রশ্নে সাকিব বলেন, ‘ক্রিকেটে এ রকম রীতি নেই যে কাউকে ঘর থেকে ডেকে আনবে। দল কখনোই কারও জন্য অপেক্ষা করে না। বয়সভিত্তিক ক্রিকেটে এমনও হয়েছে যে খেলোয়াড় দৌড়াচ্ছে, বাসের দরজা লেগে গেছে, বাস চলে যাচ্ছে। দলের বাস কখনো থামে না। একজনের জন্য পুরো দল থেমে থাকে না।’

তবে দলের অভ্যন্তরের এসব খবর কিভাবে প্রকাশ্যে এলো তা নিয়ে কিছুটা আশ্চর্যই সাকিব। বলেছেন, ‘আমি জানি না এটা (দলের খবর বাইরে আসা) কী কারণে হয়েছে। হয়তো তাসকিনের না খেলার ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে। কারণ, সে তো দলের সহ-অধিনায়ক। বলতে গেলে অটোমেটিক। যখন সে না খেলবে, স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে। এখন সেটার ব্যাখ্যা তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কি না, যে-ই বলেছে আমি তো সেটা তো বলতে পারব না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস/ এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন