বিজ্ঞাপন

‘সমুদ্রসম্পদ কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই’

July 3, 2024 | 5:59 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সমুদ্রে খনিজ ও প্রাণিজ সম্পদের পাশাপাশি উপকূলীয় এলাকায় নবায়নযোগ্য জ্বালানি ও ব্ল-কার্বনের অপার সুযোগ রয়েছে। বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে সরকারকে টেকসই এ খাত কার্যকরভাবে কাজে লাগাতে হবে বলে মনে করছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সমুদ্র সম্পদ কাজে লাগানোর ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সমুদ্র সম্পদের সঠিক ধারণা ও ব্যবহার নিশ্চিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

স্পিকার আরও বলেন, ‘টেকসই সমুদ্র সম্পদের সঠিক ব্যবহারে প্রয়োজনে আধুনিক টেকনোলজি, ধারণা ও অভিজ্ঞতা দেওয়া-নেওয়া প্রয়োজন। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর তৈরি হলে সেটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য বাণিজ্যের হাব হবে। জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’ বাংলাদেশের সমুদ্রের ইকো সিস্টেমের উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনায় সহায়তা কামনা করেন স্পিকার। এছাড়া বে-টার্মিনাল প্রকল্পে বাংলাদেশকে বিশ^ব্যাংক অর্থ সহায়তা দিচ্ছে বলে জানান তিনি।

স্পিকার আরও বলেন, ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে নীল অর্থনীতির সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারি। সমুদ্রের টেকসই ব্যবহার করতে হবে। অতিমাত্রায় মৎস আহরণ, জনসংখ্যা বৃদ্ধি এবং জলববায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ আছে। এসব মোকাবিলা করতে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

পরিকল্পনা কমিশনের জিইডি বিভাগের সচিব ড. কাওসার আহমেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো.শহীদুজ্জামান সরকার, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়ং। বক্তব্য দেন- এডিবির কান্ট্রি ডিরেক্টও এডিমন গিন্টিং।

পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, ‘বেসরকারি খাত ও গবেষকদের সমন্বয়ে সরকারের দেশের সমুদ্র সম্পদকে টেকসইভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গেলে ব্লু-ইকনোমি কাজে লাগানোর বিকল্প নেই। সমুদ্র নিয়ে গবেষণা প্রয়োজন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। সমুদ্রকে কাজে লাগিয়ে আমরা অভ্যন্তরীণ ও আন্তজার্তিক পর্যটন শিল্প গড়ে তুলতে কাজ করছি।’

বিজ্ঞাপন

পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, ‘মেরিন ট্রান্সপোটেশন আমাদানি রফতানি বাণিজ্য সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখছে। সমুদ্র অর্থনীতি নিয়ে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবিলয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। ভবিসৎ প্রজন্মের জন্য টেকসই সমুদ্র নিশ্চিত করতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসাইন বলেন, ‘ডেল্টা পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি সমুদ্রকে কাজে লাগাতে বন্দরসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে চলেছে সরকার। এ ছাড়া মৎস্য আহরণ, খনিজ সম্পদের সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটনসহ বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ বাংলাদেশের সমুদ্র অঞ্চল। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। এটিকে কাজে লাগাতে কাজ চলছে।’

এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের টেকসই অর্থনীতির জন্য সুনীল অর্থনীতির বিকল্প নেই। এডিবি এ খাতে সহায়তা দেবে।’

সন্মেলনে দিনব্যাপী বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন