বিজ্ঞাপন

বন্যায় তলিয়ে গেছে কেন্দ্র, ৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 3, 2024 | 10:13 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছে কলেজ কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুলাই) কাচালং সরকারি কলেজে ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। এদিন পরীক্ষার্থীরা হাঁটু সমান পানিতে কেউ হেঁটে কেউবা নৌকা দিয়ে পার হয়ে পরীক্ষায় অংশ নেন। কলেজ প্রাঙ্গণে পানি উঠে কলেজ ভবনের নিচতলার শ্রেণিকক্ষ পানিতে ডুবে আছে। পরীক্ষা নেয়া হয়েছে দ্বিতীয় তলায়।

কলেজ সূত্রে জানা গেছে, বুধবার ডিগ্রি পাস কোর্স পরীক্ষায় ১৭৪ জন পরীক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (৩ জুলাই) এইচএসসির ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৮ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার কাচালং সরকারি কলেজে এইচএসসির ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বুধবার রাতে রাঙ্গামাটি জেলাপ্রশাসকের এক আদেশে বৃহস্পতিবার অনুষ্ঠেয় কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ড। মাউশি চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমানের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

রাঙ্গামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে ৪ জুলাই অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড।

এদিকে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন