বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরে আধা বেলা আমদানি-রফতানি বন্ধ

July 4, 2024 | 11:32 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সদস্য শ্রী স্বপন শাহের মৃত্যুতে হিলি স্থলবন্দরে দিয়ে আধা বেলা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে আধা বেলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সদস্য শ্রী স্বপন শাহ গত ২৯ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শেষকৃত্য পালনের জন্য ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমদানি-রফতানি বন্ধ রাখার কথা জানান।

আজ সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে দুপুরের পর থেকে আমদানি-রফতানি পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন