বিজ্ঞাপন

যুক্তরাজ্যে নির্বাচন আজ, ভূমিধস জয়ের আশা লেবার পার্টির

July 4, 2024 | 12:31 pm

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আজ বৃহস্পতিবার (৪ জুলাই)। কনজারভেটিভ পার্টি ১৪ বছর ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে চ্যালেঞ্জে পড়েছে। এবার উল্লেখযোগ্য সংখ্যক আসন হারাতে পারে দলটি।

বিজ্ঞাপন

১৯৯৭ সালে সাবেক নেতা টনি ব্লেয়ারের নেতৃত্বে ১৮ বছরের কনজারভেটিভ পার্টির শাসন অবসানের সময় লেবার পার্টি পেয়েছিল রেকর্ড ৪১৮টি আসন। এবার লেবার পার্টি এর চেয়েও বেশি আসন পাবে বলে উঠে এসেছে বিভিন্ন জরিপে।

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের আসন সংখ্যা ৬৫০টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেলে সরকার গঠন করা যায়। হাউজ অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার হয় ৩২৬টি আসন।

ব্রিটেনে ভোটার প্রায় ৪ কোটি ৬০ লাখ। আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে রাত ১০টা পর্যন্ত। এর পর শুরু হবে ভোট গণনা। আজ মধ্যরাত বা শুক্রবার সকালে নির্বাচনের ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এবার নির্বাচনে অনেক আসন হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন কনজারভেটিভ পার্টির সরকারের প্রধানমন্ত্রী রিশি সুনাক নিজেই। তবে তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচন নিয়ে জরিপ করে এমন সংস্থাগুলো বলছে, নির্বাচনে লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারের নেতৃত্ব রেকর্ড সংখ্যক আসন পেয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি। এবার কমপক্ষে ৪৮৪টি আসনে লেবার পার্টির প্রার্থীদের জয়ী হওয়ার পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন