বিজ্ঞাপন

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা

July 4, 2024 | 1:31 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: টানা চতুর্থদিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ২০১৮ সালে হাইকোর্ট প্রদত্ত কোটাসংক্রান্ত পরিপত্র বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী আজকেও অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। অংশ নিয়েছেন কয়েকহাজার শিক্ষার্থী। এতে শাহবাগের সঙ্গে সংযুক্ত সড়কগুলো বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে, অবরোধের কারণে শাহবাগ থেকে প্রেসক্লাব, বাংলামোটর ও সায়েন্সল্যাবগামী সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

এ সময় শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’; ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’; ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’; ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন