বিজ্ঞাপন

শনিবার বিক্ষোভ, রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

July 4, 2024 | 7:44 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনসহ তিনটি কর্মসূচি ঘোষণা করে প্রায় ছয়ঘণ্টার অবরোধ শেষে আজকের মতো শাহবাগ ছেড়েছে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়কারীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম।

এসময় আগামী তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। সেগুলো হলো—১. শুক্রবার অনলাইন ও অফলাইনে গণসংযোগ, ২. শনিবার বেলা ৩ টায় সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং ৩. রোববার থেকে সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন।

বিজ্ঞাপন

এর আগে, হাইকোর্টের শুনানিকে সামনে রেখে আজ একটু আগে থেকেই কর্মসূচিতে নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে শুরু করা এই কর্মসূচি অনুযায়ী বেলা ১২টা ১০ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। সেই থেকে টানা ছয়ঘণ্টা যাবৎ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন