বিজ্ঞাপন

টাইব্রেকারে যতবার আর্জেন্টিনার ত্রাতা মার্টিনেজ

July 5, 2024 | 10:28 am

স্পোর্টস ডেস্ক

পেনাল্টি শুটআউট এলেই যেন বেরিয়ে আসে তার অতিমানবীয় রূপ। আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যেন টাইব্রেকারের ‘রাজা’। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে সেটা আবারও প্রমাণ করলেন তিনি। অবিশ্বাস্য দুই সেভে আর্জেন্টিনাকে সেমিতে পৌঁছে দিয়েছেন তিনি। এই নিয়ে মোট চারবার পেনাল্টি শুটআউটে দলকে জেতালেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- অতিমানবীয় মার্টিনেজে টাইব্রেকারে জিতে সেমিতে আর্জেন্টিনা 

আর্জেন্টিনার জার্সি গায়ে মোট চারবার টাইব্রেকারের মুখোমুখি হয়েছেন মার্টিনেজ। ২০২১ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তার দারুণ তিনটি সেভে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেবার শিরোপাও জিতেছিল তারা।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি দুর্দান্ত সেভ করেছিলেন এমি। সেই শুটআউটে ৪-৩ ব্যবধানে জিতে সেমিতে গিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুটআউটে ২টি অতিমানবীয় সেভ করে দলকে বিশ্বকাপ এনে দেন মার্টিনেজ।

বিজ্ঞাপন

আজ ইকুয়েডরের বিপক্ষে কোপার কোয়ার্টার ফাইনালে ২টি দুর্দান্ত সেভ করেছেন মার্টিনেজ। তার সেভেই ৪-২ গোলে জিতে সেমিতে উঠে গেছেন মেসিরা।

নিজের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে মোট ২৪টি পেনাল্টি শটের মুখোমুখি হয়েছেন মার্টিনেজ। এর মাঝে ৯টিই ঠেকিয়ে দিয়েছেন তিনি, প্রতিপক্ষের ফুটবলার মিস করেছেন ৩টি। বাকি ১২ শটে হয়েছে গোল। সব মিলিয়ে মোট ৫০ শতাংশ পেনাল্টি শটেই এমির বিপক্ষে গোল করতে পারেনি প্রতিপক্ষ!

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন