বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল পিসিবি

July 5, 2024 | 5:32 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজটি আগেই নির্ধারণ হয়ে ছিল। আজ সিরিজের সূচি প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করেছে পিসিবি। সূচি অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ আগস্ট। দুই দলের প্রথম টেস্ট হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। করাচি জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ আগস্ট।

দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সব সময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটি দিতে হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে। কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি।’

বিজ্ঞাপন

২০২০ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং একটা টেস্ট খেলেছিল বাংলাদেশ। সবকটি ম্যাচই হেরেছিল বাংলাদেশ।

এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ, জয় নেই একটাও। ১২ ম্যাচ হেরেছে বাংলাদেশ, অপরটি ড্র।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস/ এফএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন