বিজ্ঞাপন

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য ফ্রি করার দাবি

July 5, 2024 | 10:54 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বোটানিক্যাল গার্ডেনসহ অন্যান্য ইকো পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকা উচিত বলে মনে করে ‘গ্রিন ভয়েস বাংলাদেশ’।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেনসহ ৬ উদ্যান-ইকোপার্কের প্রবেশমূল্য অযৌক্তিক ও অন্যায্যভাবে বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের সামনে নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, ‘ঢাকায় মানুষজন প্রাণভরে নিঃশ্বাস নেবে এমন উদ্যানের সংখ্যা খুবই কম। তাছাড়া এমনিতেও মানুষের হাঁটাচলার রাস্তা দিনদিন সংকুচিত হয়ে আসছে। শুধুমাত্র বাণিজ্যিকরণের জন্য একলাফে ৫ গুণ প্রবেশমূল্য বাড়ানো কোনোভাবেই কাম্য নয়। আমি মনে করি বোটানিক্যাল গার্ডেন বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকা উচিৎ।’

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে একজন ক্লিন ইমেজের লোক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভাড়া বাড়ানোর বিষয়টি তিনি জানেন না, এটি অত্যন্ত দুঃখজনক। শিগগিরই বোটানিক্যাল, বলধা গার্ডেনসহ ৬ উদ্যান-ইকোপার্কের প্রবেশ মূল্য অযৌক্তিক ও অন্যায্যভাবে বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

নাগরিক সমাবেশে যুব ইউনিয়ন ঢাকা মহানগরের সভাপতি খান আসাদুজ্জামান মাসুদ বলেন, ‘রাজধানীর বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেনসহ ছয় উদ্যান ও ইকোপার্কে প্রবেশমূল্য পাঁচগুণ বাড়ানো অযৌক্তিক। প্রবেশ ফি ২০ টাকা বহাল রাখার আহ্বান জানাই।’

সমাবেশে আরও বক্তৃতা করেন গ্রিন ভয়েস খুলনা বিভাগের সমন্বয়ক মো. আরিফুর রহমান, গ্রিন ভয়েস ময়মনসিং বিভাগের সমন্বয়ক মো. শাকিল কবির, গ্রিন ভয়েস রাজশাহী বিভাগের সমন্বয়ক ফাহমিদা নাজনীন, গ্রিন ভয়েস কেন্দ্রীয় সদস্য সামাদ প্রধান, মিরপুর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ও নূরে আলামিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন