বিজ্ঞাপন

শিক্ষকরা দক্ষ হলে শিক্ষার্থীরা আইসিটি শিক্ষা পাবে: শিক্ষামন্ত্রী

June 1, 2018 | 10:06 pm

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: আইসিটিতে শিক্ষকরা দক্ষ হলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে বলেনমন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, আইসিটিতে শিক্ষকদের দক্ষতা বাড়াতে দেশের ১২৫টি উপজেলায় প্রতিষ্ঠিত আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউটিআরসিই) এর ব্যাপস্থাপনা প্রশিক্ষকদের কাজ করতে হবে।

শুক্রবার (১ জুন) বিকেলে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর সম্মেলন কক্ষে “আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউটিআরসিই) এর অফিস ব্যাপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউটিআরসিই) ব্যানবেইস এর নতুন নিয়োগকৃত কর্মচারীদের ১০ দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারা প্রশিক্ষণ গ্রহণে অনেক উৎসাহিত হয়েছেন এবাং মনযোগ সহকারে প্রশিক্ষণ নিয়েছেন তা আপনাদের দেখেই বোঝা যায়। আপনারা যা শিখেছেন তা বাস্তবে প্রয়োগ করাই হল বড় প্রশ্ন। ১০ দিনব্যাপী প্রশিক্ষণের ফলাফল ভাল প্রমাণিত হবে তখনি যখন কর্মস্থলে তা প্রয়োগ করতে পারবেন। তখনি প্রমাণিত হবে প্রশিক্ষণটি কতটুকু সফল।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রশিক্ষণার্থীদের হতে সনদপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী। এসময় প্রশিক্ষণার্থীদের লিখিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যাববেইস) এর পরিচালক ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএম/এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন