বিজ্ঞাপন

কোটা ও পেনশন আন্দোলনে কোনো উসকানি নয়: ওবায়দুল কাদের

July 9, 2024 | 2:30 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কোটা আন্দোলন স্থগিত রাখায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোটা ও পেনশন নিয়ে চলমান আন্দোলনে ছাত্রলীগ অথবা আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো উসকানি না দেয়, সে বিষয় নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভার শুরুতে তিনি এসব কথা বলেন।

কোটা ও পেনশন নিয়ে আন্দোলন চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই দুই কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। আজ কোটা আন্দোলন স্থগিত রাখায় ধন্যবাদ জানাই। শুনেছি উচ্চ আদালতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এটা যৌক্তিক সিদ্ধান্ত। আদালত একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ রইলো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘দুইটা আন্দোলনই অরাজনৈতিক। অরাজনৈতিক আন্দোলনে বিএনপি ও সমমনাদের সমর্থনের বিষয়ে ভাবতে হবে আওয়ামী লীগকে। নিজেরা আন্দোলন করতে পারে না বিএনপি। কোনো অশুভ শক্তি যেন কাজ না করতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

জনগণের যেন দুর্ভোগ না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রলীগের কেউ যেন উসকানিতে পা না দেয় এবং নিজেরাও উসকানি না দেয়।’

২০১৮ সালে সরকার কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়, সে অনুযায়ী সরকার কাজ করেছে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৭ মুক্তিযোদ্ধার সন্তান মামলা করায় সরকারকে একটি পক্ষ হিসেবে মামলায় অংশ নিতে হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বিএনপি সব কিছুতে রাজনীতির গন্ধ খুঁজে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলটির নেতারা খালেদা জিয়াকে আদালতে উপস্থিত হতে দেননি। তাকে মুক্ত করতে উদ্যোগ নেননি। অথচ খালেদা জিয়াকে নিয়ে তারা রাজনীতি করেন।’

বিজ্ঞাপন

শোকাবহ আগস্টে মাসব্যাপী নেওয়া কর্মসূচি ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ মহানগর ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন