বিজ্ঞাপন

‘শেষের লড়াইটা’ উপভোগ করছেন মেসি

July 10, 2024 | 11:14 am

স্পোর্টস ডেস্ক

টুর্নামেন্টজুড়ে বর্ণহীন থাকলেও কানাডার বিপক্ষে সেমিতে ঠিকই জ্বলে উঠেছেন তিনি। হুলিয়ান আলভারেজের পর এবারের আসরে নিজের প্রথম গোল করে আর্জেন্টিনাকে কোপার ফাইনালে নিয়ে গেছেন লিওনেল মেসি। ফাইনালে ওঠার পর মেসি আভাস দিলেন, কোপাতে এটাই হয়তো তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। মেসি বলছেন, শেষের লড়াইটা পুরোপুরি উপভোগ করছেন তিনি।

বিজ্ঞাপন

কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পান মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি তার ১০৯ তম গোল। এই গোলে মেসি ছাড়িয়ে গেছেন ইরানের আলি দাইয়িকে। মেসির সামনে এখন শুধু ১৩০ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো। কানাডার বিপক্ষে জয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে পৌঁছে গেছে মেসির আর্জেন্টিনা।

আজ দুর্দান্ত খেলে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি। দুটি গোল অল্পের জন্য মিস করেছেন। ম্যাচসেরা হওয়ার পর মেসি জানালেন, জাতীয় দলের হয়ে শেষের খুব কাছে চলে এসেছেন তিনি, ‘হ্যাঁ এটা যে শেষ লড়াই সেটা আমি জানি। আমি ব্যাপারটা পুরোপুরি উপভোগ করছি।’

ফাইনালে নিজের সবটুকু দিয়ে শিরোপা জিততে চান মেসি, ‘জাতীয় দলের হয়ে আমরা যা জিতেছি সেটা উপভোগ করতে চাই। আরও একবার ফাইনালে যাওয়া সহজ ছিল না। এইগুলো আসলে শেষ লড়াই। আমরা উপভোগ করতে চাই ফাইনালে। ডি মারিয়া ও ওটামেন্ডির এটি শেষ ম্যাচ হবে। তাদের জন্যও ব্যাপারটা উপভোগের।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন