বিজ্ঞাপন

ডি মারিয়াকে আরও কিছুদিন দলে চান স্কালোনি

July 10, 2024 | 6:17 pm

স্পোর্টস ডেস্ক

টুর্নামেন্ট শুরুর আগেই তিনি জানিয়েছিলেন, এবারের কোপা শেষেই আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলবেন তিনি। কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে ওঠার পর ডি মারিয়া আবারও জানিয়ে দিয়েছেন, ফাইনালটাই হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর্জেন্টিনা সমর্থকের মতো কোচ লিওনেল স্কালোনিও অবশ্য সহজে ডি মারিয়ার বিদায় মেনে নিতে পারছেন না। ম্যাচ শেষে তাই স্কালোনি বলেছেন, আরও কিছুদিন তাকে দলে দেখতে চান তিনি।

বিজ্ঞাপন

বয়স এখন ৩৬। সবদিক বিবেচনা করে ডি মারিয়া তাই জাতীয় দলকে বিদায় বলার সিদ্ধান্তটা নিয়েছিলেন আগেই। এবারের কোপার পর আর্জেন্টিনার জার্সি গায়ে তাকে আর দেখা যাবে না, সেটাও জানিয়ে দিয়েছিলেন। আজকের সেমির পর ডি মারিয়া বলেছেন, ফাইনালের ফলাফল যাই হোক তিনি বিদায়ের দরজা দিয়ে বেরিয়ে যাবেন।

স্কালোনি অবশ্য চান ডি মারিয়া এখনই অবসরে না যান, ‘ডি মারিয়ার অনুভূতি কেমন সেটা আপনারা সবাই জানেন। আমি তাকে প্রয়োজনের আগে অবসরে দেখতে চাই না। আমরা আসলে তাকে বেশি বিষাদের মাঝে রাখতে চাই না। তাকে খেলতে দিতে চাই। এরপর দেখা যাক সে আমাদের সাথে আরও কিছুদিন থাকতে রাজি হবে কিনা। আপাতত তাকে উপভোগ করতে দেওয়া উচিত সময়টা।’

ডি মারিয়ার মতো ঘোষণা না দিলেও ম্যাচ শেষে লিওনেল মেসির বার্তাও আভাস দিয়েছে অবসরের। স্কালোনি বলছেন, আর্জেন্টিনা দলে মেসির দরজা কখনোই বন্ধ হবে না, ‘লিওর ব্যাপারটাও ডি মারিয়ার মতো। তাকেও খেলতে দিতে হবে। দলে তার দরজার কখনোই বন্ধ হবে না। সে যতদিন চায় আমাদের সাথে থাকবে। সে যদি অবসরও নেয়, এসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে। এটাই দারুণ হবে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন