বিজ্ঞাপন

অপরাজিত কলম্বিয়াকে নিয়ে সতর্ক উরুগুয়ে

July 10, 2024 | 6:42 pm

স্পোর্টস ডেস্ক

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছিল তারা। কোপার দ্বিতীয় সেমিতে ১১ জুলাই উরুগুয়ের প্রতিপক্ষ এখন পর্যন্ত অপরাজিত থাকা কলম্বিয়া। জমজমাট সেমির আগে উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা বলছেন, উড়তে থাকা কলম্বিয়ারকে নিয়ে বেশ সতর্কই থাকবেন তারা।

বিজ্ঞাপন

দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে অপরাজিত আছে কলম্বিয়া। ২৭ ম্যাচ অপরাজিত থেকেই সেমিতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। এবারের কোপাতে শুধু ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বে ড্র করেছিল তারা। উরুগুয়ে অবশ্য ৪ ম্যাচের সবকয়টিতেই জিতেছে।

নিজেরা দারুণ ফর্মে থাকলেও কলম্বিয়াকে নিয়ে সতর্ক থাকবে উরুগুয়ে, জানালেন বিয়েলসা, ‘কলম্বিয়া বড় প্রতিপক্ষ। তাদের স্কোয়াড ও কোচের অনেক অভিজ্ঞতা। ব্রাজিলের পর তারাই আমাদের কঠিন প্রতিপক্ষ। তাদের শক্তিশালী একটা স্কোয়াড আছে। তাদের খেলার ধরনটাও দারুণ। আমরা মাঠে সতর্কই থাকব।’

এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১১ গোল করেছেন কলম্বিয়া। দুর্দান্ত ফর্মে আছেন হামেস রদ্রিগেজ। বিয়েলসা তাই রক্ষণভাবে মনযোগী হওয়ার কথাই জানালেন, ‘প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত রাখতে হবে। আমাদেরও আক্রমণ করতে হবে। আমাদের কোন প্ল্যান বি নেই। নিজেদের সেরাটাই দিয়ে হবে। দুই দলই রক্ষণ সামলাবে, ভালো আক্রমণ সাজাবে। বাকিটা সৃষ্টিকর্তার হাতে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন