বিজ্ঞাপন

কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া

July 11, 2024 | 7:58 am

স্পোর্টস ডেস্ক

টানা ২৭ ম্যাচ জিতে অবিশ্বাস্য এক জয়যাত্রা চলছে তাদের। কোপা আমেরিকার এবারের আসরে দুর্দান্ত ফুটবল খেলে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছিল কলম্বিয়া। জমজমাট এক সেমিতে জেফারসন লেরমার একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে চলে গেছে কলম্বিয়া। ১৫ জুলাইয়ের ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

ঘটনাবহুল ম্যাচে শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে কলম্বিয়া রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি উরুগুয়ে। ১৮ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দিতে পারতেন নুনেজ, তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ একটি সুযোগ এসেছিল নুনেজের সামনে, তবে এবারও গোল করতে ব্যর্থ হন তিনি।

স্রোতের বিপরীতে ৩৯ মিনিটের মাথায় লিড নেয় কলম্বিয়া। হামেস রদ্রিগেজের কর্নার থেকে দারুণ এক হেডে গোল করেন জেফারসন লেরমা। এই নিয়ে এবারের কোপায় ৬টি অ্যাসিস্ট করলেন রদ্রিগেজ, যা কোপার এক আসরে সর্বোচ্চ। রদ্রিগেজ ভেঙেছেন ২০২১ সালে করা মেসির ৫ অ্যাসিস্টের রেকর্ড।

প্রথমার্ধের ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মুনোজ, ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া। এক গোলে এগিয়ে থেকেও খানিকটা অস্বস্তি নিয়ে বিরতিতে যায় তারা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া উরুগুয়ে চেষ্টা করেছে অনেক। তবে কিছুতেই যেন সেই কাঙ্ক্ষিত গোল আসছিল না। ৬৬ মিনিটে নুনেজের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ভারগাস। ৭১ মিনিটে সমতা ফেরাতে পারত উরুগুয়ে। বদলি হিসেবে নামা লুইস সুয়ারেজের শট পোস্টে লেগে ফিরে যায়। ৮৯ মিনিটে আবারও নুনেজকে হতাশ করেন ভারগাস। ৯৫ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতো কলম্বিয়া, উরিবের শট পোস্টে লাগলে সেটা হয়নি।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই উল্লাসে ভাসে কলম্বিয়া। ২০০১ সালের পর আবারো কোপার ফাইনালে পৌঁছে গেছে তারা। এই নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকল কলম্বিয়া। ১৫ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন