বিজ্ঞাপন

ম্যাচ হেরে কলম্বিয়ার সমর্থকদের সাথে উরুগুয়ে ফুটবলারদের সংঘর্ষ!

July 11, 2024 | 10:03 am

স্পোর্টস ডেস্ক

পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল দুই দলই। কোপা আমেরিকার ঘটনাবহুল দ্বিতীয় সেমিতে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে উরুগুয়ে। ম্যাচ শেষে স্টেডিয়ামে দেখা গেছে অনাকাঙ্ক্ষিত দৃশ্য। ম্যাচ হেরে গ্যালারিতে থাকা কলম্বিয়ার সমর্থকের একাংশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন নুনেজসহ বেশ কয়েকজন উরুগুয়ে ফুটবলার। পরিবারের সদস্যদের রক্ষা করতেই এমনটা করেছেন তারা, জানিয়েছেন উরুগুয়ে অধিনায়ক মারিয়া হিমেনেস।

বিজ্ঞাপন

আরও পড়ুন- কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া

শেষ বাঁশি বাজার পর উল্লাসে মেতেছিলেন কলম্বিয়ার সমর্থকরা। অন্যদিকে হতাশায় ডুবে ছিলেন নুনেজরা। এক পর্যায়ে হঠাৎ গ্যালারিতে থাকা কলম্বিয়ার কিছু সমর্থকের দিকে তেড়ে যান নুনেজ, হিমেনেস, আরাহোসহ বেশ কয়েকজন উরুগুয়ে ফুটবলার। কলম্বিয়ার ওই সমর্থকদের সাথে চলে এক প্রকার সংঘর্ষ! হাতাহাতি, মারামারি কিছুই বাদ যায়নি। শেষ পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা এসে পরিস্থিতি সামাল দেন।

উরুগুয়ে অধিনায়ক হিমেনেস এই ঘটনার পর এক সাক্ষাৎকারে বলছেন, পরিবারের সদস্যদের রক্ষা করতেই এমনটা করতে বাধ্য হয়েছেন তারা, ‘কর্তৃপক্ষ থামিয়ে দেওয়ার আগেই আমি কিছু বলতে চাই। পরে তো তারা কিছু বলতে দেবে না। তারা চায় না আমরা এসব নিয়ে বলি। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের পরিবারও গ্যালারিতে থাকে, শিশুরাও থাকে। এটা পুরোপুরি একটা বিপর্যয়। আমাদের পরিবারের সদস্যদের রক্ষা করতেই আমাদের এগিয়ে যেতে হয়েছে।’

বিজ্ঞাপন

অতিরিক্ত মদ্যপানের কারণেই বাজে আচরণ করেছে কলম্বিয়ার ওই সমর্থকরা, জানালেন হিমেনেস, ‘এটা গুটি কয়েক সমর্থকের ভুল। তারা অনেক বেশি পান করে ফেলেছিল। তারা জানে না কীভাবে পান করে নিজেদের সামলে রাখতে হয়।’

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন