বিজ্ঞাপন

‘শিক্ষার্থীদের কল্যাণে সব কিছু করতে প্রস্তুত সরকার’

July 11, 2024 | 1:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার শিক্ষার্থীদের কল্যাণে সবকিছু করতে প্রস্তুত। বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

কমিশন গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুই সম্ভব যদি এখানে আদালতের বিষয় না থাকত। আদালতের বিষয় আদালতে সমাধান হোক। এই সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয় সেটি আলোচনার জন্য আমরা সবসময় প্রস্তুত। দেশের কল্যাণে শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সন্তানদের কল্যাণ যা করা লাগে আমরা সবকিছু করতে প্রস্তুত।

এদিকে, টানা চতুর্থ দিনের মতো কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবারও  বিকাল তিনটা থেকে সারাদেশে বাংলা ব্লকড নামে আন্দোলন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন