বিজ্ঞাপন

চমেকে ৫ ‘বহিরাগত’ গ্রেফতার

July 11, 2024 | 5:10 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পাঁচ বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রোগীদের প্রাপ্য বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নামে বিভ্রান্ত করে তারা টাকা হাতিয়ে নিতেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে হাসপাতালের বহির্বিভাগ ও ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলেন- আবু কালাম (৩২), শাহাদাত হোসেন (২৫), গোলাম কিবরিয়া (২৪), সুজন সিংহ (৩৯) ও আবদুল আউয়াল (৩১)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, রোগী ও তাদের স্বজনদের হয়রানির অভিযোগ পেয়ে সকালে হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। অভিযানে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রোগীদের প্রাপ্য বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নামে বিভ্রান্ত করে তারা টাকা হাতিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/আইসি/এনইউ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন