বিজ্ঞাপন

পুলিশি বাধা ভেঙে মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

July 11, 2024 | 6:54 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: পুলিশি বাধা ভেঙে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় তারা প্রধান ফটকের তালা খুলে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। তবে আজকের কর্মসূচিতে পচনশীল পণ্যবাহী ট্রাক, জরুরি সেবার পরিবহন অবরোধমুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত কর্মসূচি বিকেল ৩টা থেকে অবরোধের কথা থাকলেও পুলিশ শিক্ষার্থীদেরকে মহাসড়কে নামতে বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফটকের তালা খুলে মহাসড়ক দখল করে।

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তারা সংগীত পরিবেশন ও সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’, আন্দোলনে বাধা কেন, পুলিশ জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আজ আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসড়ক অবরোধের কথা থাকলেও পুলিশ প্রথমে বাধা দেয়। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। আমাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বাধা দেয়ার কে? আমরা মনে করি, গণতান্ত্রিক দেশে অহিংসভাবে সমবেত হওয়ার অধিকার সবার আছে। তাতে কেউ বাধা দিতে পারে না। আমরা অঘোষিত ১৪৪ ভেঙে রাস্তায় এসেছি। অহিংস আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করতে পারে না। যতদিন দাবি আদায় না হবে আমরা ঘরে ফিরব না।’

বিজ্ঞাপন

বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ‘মহাসড়ক অবরোধ না করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধ করেন। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন।’

যানবাহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন